প্রশ্ন
আমার পিতার উপর কুরবানি আবশ্যক। তিনি গ্রামে থাকেন। আমি যদি তার পক্ষ থেকে কুরবানি আদায় করে দেই তাহলে তা আদায় হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যার উপর কুরবানি আবশ্যক, তার অনুমতি সাপেক্ষে তার পক্ষ থেকে কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে,
عَنْ حَنَشٍ، قَالَ: رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ: مَا هَذَا؟ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْهُ
‘তাবেয়ী হানাশ (রহ.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রা.)-কে দু’টি দুম্বা কুরবানি করতে দেখে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি (দু’টি কেন)? তিনি বললেন, রাসূল (সা.) আমাকে ওসিয়ত করেছেন, আমি যেন তাঁর পক্ষ থেকে কুরবানি করি। তাই তাঁর পক্ষ থেকেও কুরবানি করছি।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২৭৯০]
কিন্তু যদি তার অনুমতি না নেওয়া হয় তাহলে কুরবানি করলে তার পক্ষ থেকে তা আদায় হবে না।
ফাতওয়া হিন্দিয়া ৫/৩০২; খানিয়া ৩/৩৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9085/article-details.html