প্রশ্ন
কারো যদি অদী বের হয় তাহলে তার অজু ভেঙ্গে যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অদী বের হলে অজু ভেঙ্গে যায়। নতুন করে আবার অজু করে নিতে হয়। হাদিস শরিফে এসেছে, কাতাদা (রহ.) ও ইকরিমা (রহ.) থেকে বর্ণিত, তারা বলেন,
أما الودي: فهو الذي يكون مع البول وبعده، فيه غسل الفرج والوضوء
‘অদী বলা হয়, যা পেশাবের সাথে বা পরে বের হয়। অদীর কারণে লজ্জাস্থান ধুয়ে অজু করে নিতে হয়।’ [মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদিস: ৬১১]
হেদায়া ১/২০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/9071/article-details.html