প্রশ্ন
একজন মাহরাম পুরুষের জন্য নারীর দেহের কোন কোন অংশ সতর হিসেবে গণ্য হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মাহরামের জন্য নারীর হাত, মাথা, চেহারা, গলদেশ ও হাঁটুর নিচের অংশ সতর নয়। তবে তা ঢেকে রাখা ভাল। এ ছাড়া বাকি অংশ সতর। আতা ইবনে আবি রাবাহ (রহ.) বলেন:
‘মাহরাম পুরুষের সামনে মেয়েদের মাথা ঢেকে রাখাই আমার কাছে অধিক পছন্দনীয়। অবশ্য মাহরাম তা দেখে ফেললে গুনাহ হবে না।’ [মুসান্নাফে ইবনে আবি শাইবা ৯/৩৭৩]
কিতাবুল আসল ৩/৪৮; বাদায়েউস সানায়ে ৪/২৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8974/article-details.html