প্রশ্ন
বর্তমানে অনেকে মাছ চাষ করে। আবার তার উপর মুরগির ফার্ম করে। আর মুরগির বিষ্ঠাগুলো নিচে পানিতে পড়ে। মাছেরা সেগুলো খায়। এ ধরনের মাছ খাওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সাধারণত এর কারণে মাছের মধে দুর্গন্ধ আসে না এবং স্বাদেও পরিবর্তন আসে না। তাই এ ধরনের মাছ খেতে সমস্যা নেই। ইবনে উমর (রা.) থেকে বর্ণিত রয়েছে-
عَنِ ابْنِ عُمَرَ ؛ أَنَّهُ كَانَ يَحْبِسُ الدَّجَاجَةَ الْجَلاَلَةَ ثَلاَثًا
‘তিনি যে সকল মুরগি ময়লা-আবর্জনা খায় সেগুলোকে তিন দিন আটক করে রাখতেন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ২৫০৯৮]
অর্থাৎ তিন দিন আটকে রাখার পর সেই মুরগি থেকে ময়লার প্রভাব চলে যেত। এরপর আর তা খেতে সমস্যা নেই।
আলমুহীতুল বুরহানী ৮/৪৪৪; রদ্দুল মুহতার ৬/৩০৬, ৩৪০; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৮৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8910/article-details.html