প্রশ্ন
লোকমুখে শোনা যায় হাজরে আসওয়াদকে জান্নাত থেকে আনা হয়েছে। এটি কি সঠিক কথা?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, উল্লিখিত কথাটি সঠিক। হাজরে আসওয়াদকে জান্নাত থেকে আনা হয়েছে। এটি জান্নাতী পাথর। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন:
نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم
‘হাজরে আসওয়াদ জান্নাতের পাথর। প্রথমে এটি দুধের চেয়েও অধিক সাদা ছিল। পরে মানুষের গুনাহ তাকে কালো করে দিয়েছে।’ [জামে তিরমিযি, হাদিস: ৮৭৭; সহিহ ইবনে খুযাইমা ৪/২২০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8902/article-details.html