প্রশ্ন
একটি হাদিসে পড়েছি, আল্লাহ কাউকে মুহাব্বাত করলে জমিনে তার প্রতি কবুলিয়ত ঢেলে দেওয়া হয়। এর মানে কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনি যে হাদিসটির দিকে ইঙ্গিত করেছেন সে হাদিসটি হল-
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَحَبَّ اللَّهُ عَبْدًا نَادَى جِبْرِيلَ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلَانًا فَأَحِبَّهُ فَيُحِبُّهُ جِبْرِيلُ فَيُنَادِي جِبْرِيلُ فِي أَهْلِ السَّمَاءِ إِنَّ اللَّهَ يُحِبُّ فُلَانًا فَأَحِبُّوهُ فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ ثُمَّ يُوضَعُ لَهُ الْقَبُولُ فِي أَهْلِ الْأَرْضِ
‘আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাঈল (আ.)কে ডেকে বলেন যে, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি। তুমিও তাকে ভালোবাস। অতঃপর জিবরাঈল (আ.) আসমানে ঘোষণা করেন, অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং তোমরা তাকে ভালোবাস। তখন আসমানবাসী তাকে ভালোবাসতে থাকে। অতঃপর জমিনেও তার প্রতি কবুলিয়ত ঢেলে দেওয়া হয়।’ [সহিহ বুখারি, হাদিস: ৬০৪০]
এখানে কবুলিয়ত ঢেলে দেওয়া হয় মানে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। স্বাভাবিকভাবে সবাই তাকে ভালোবাসতে শুরু করে।
ইকমালুল মুলিম ৮/১১৬; ফাতহুল বারী ১০/৪৭৬; জামে তিরমিযী ২/১৪৯; মুসনাদে আহমদ ৫/২৭৯; তাকমিলা ফাতহুল মুলহিম ৫/৪৫৯; তাফসীরে কুরতুবী ৪/৬৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8854/article-details.html