প্রশ্ন
এক ভাই বললেন: হাদিস শরিফে নাকি পানিতে ফুঁ দিতে নিষেধ করা হয়েছে। এমন কোন হাদিস আছে কি? থাকলে দয়া করে হাদিসটি জানাবেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, হাদিস শরিফে পানীয়তে ফুঁ দিতে নিষেধ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে-
أن النبي صلى الله عليه وسلم نهى أن ينفخ في الشراب
‘নাবি কারিম (সা.) পানীয়তে ফুঁ দিতে নিষেধ করেছেন।’ [আলমুজামুল কাবীর, তাবারানী, হাদিস: ৫৭২২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8841/article-details.html