প্রশ্ন
হাদিসে কি তালাক দেওয়াকে ঘৃণ্য কাজ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে? তালাক দেওয়া কি আল্লাহর নিকট ঘৃণিত কাজ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, হাদিস শরিফে তালাক দেওয়াকে আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত বৈধ কাজ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
হাদিস শরিফে বলা হয়েছে-
أَبْغَضُ الْحَلالِ إلَى اللَّهِ عَزَّ وَجَلَّ الطَّلاقُ
‘আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত বৈধ বিষয় হল তালাক দেওয়া।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২১৭৮]
তবে যদি কখনো প্রয়োজনের কারণে তালাক দিতে হয় তাহলে তখন আর তা খারাপ হবে না।
বিশিষ্ট ফকীহ আবু বকর মারগীনানী (রহ.) বলেন: তালাক দেওয়া মূলত নিষিদ্ধ। কারণ এর দ্বারা বৈবাহিক সম্পর্ক ছিন্ন করা হয়। অথচ বিবাহের সাথে দুনিয়া ও আখিরাতের বহু কল্যাণ সম্পৃক্ত। হ্যাঁ, প্রয়োজনীয় ক্ষেত্রে সমস্যা থেকে মুক্তি লাভের জন্য একে বৈধ করা হয়েছে।
আলহিদায়াহ ১/৪০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8833/article-details.html