প্রশ্ন
বিবাহের পূর্বে কোন ছেলে কি মেয়ের চেহারা দেখতে পারবে? এতে কি গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দেখাশোনার প্রক্রিয়া মোটামোটি আগানোর পর ছেলে মেয়েকে দেখতে পারবে। বরং এ দেখে নেওয়াটাই ভাল। হাদিস শরিফে এসেছে-
عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَأَتَاهُ رَجُلٌ فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنَ الأَنْصَارِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَنَظَرْتَ إِلَيْهَا ». قَالَ لاَ. قَالَ « فَاذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّ فِى أَعْيُنِ الأَنْصَارِ شَيْئًا ».
‘আবু হুরায়রা (রা.) বলেন: আমি রাসূল (সা.) এর কাছে বসে ছিলাম। এমতাবস্থায় এক ব্যক্তি এসে বলল যে, সে এক আনসারী মহিলাকে বিয়ে করতে যাচ্ছে। রাসূল (সা.) বললেন: তুমি কি তাকে দেখেছ? সে বলল: না। তিনি বললেন: তাহলে যাও তাকে দেখে না। কারণ আনসারদের চোখে এক রকম সমস্যা আছে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৩৫৫০]
রদ্দুল মুহতার ৬/৩৭০, হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/১৮৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8821/article-details.html