প্রশ্ন
আমার এক আন্টি বলেন: মেয়েরা যদি হাতে ঘড়ি পরে তাহলে বাম হাতে পরবে। তার কথাটি কি সঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, উক্ত মহিলার কথাটি সঠিক নয়। ঘড়ি পরার ক্ষেত্রে নারী-পুরুষ প্রত্যেকে যার যার সুবিধামতো যে কোন হাতে পরতে পারবে। তবে রাসূল (সা.) প্রতিটি কাজে ডান দিক পছন্দ করতেন। হাদিস শরিফে এসেছে-
عن عائشة قالت كان النبي صلى الله عليه و سلم يحب التيامن في كل شيء حتى في الترجل والانتعال
‘আয়েশা (রা.) বলেন: নাবি কারিম (সা.) প্রতিটি ভাল কাজে ডান দিক পছন্দ করতেন এমনকি চুল আঁচড়াতে এবং জুতা পরতেও ডান দিক পছন্দ করতেন।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫৪৫৬]
তাই ডান হাতে ঘড়ি পরাটাই উত্তম হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8805/article-details.html