প্রশ্ন
এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলেছে। এখন অপর ব্যক্তি চাচ্ছে যে, তার স্ত্রীকে বিবাহ করে নিয়ম অনুযায়ী তাকে তালাক দিয়ে দিবে, যেন সে প্রথম স্বামীর জন্য বৈধ হয়ে যায়। এটি শুধু তার মনে মনে আছে। কেউ তার কাছে শর্ত করে নি। তাহলে এভাবে বিবাহ করা এবং তালাক দেওয়া কি বৈধ হবে এবং এই স্ত্রী কি প্রথম স্বামীর জন্য হালাল হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যদি দ্বিতীয় বিবাহের সময় স্ত্রীকে তালাক দেওয়ার শর্ত করা না হয় বরং তালাক দেওয়ার বিষয়টি শুধু দ্বিতীয় স্বামীর মনে মনে থাকে, স্ত্রী, প্রথম স্বামী কিংবা অন্য কারও সামনে প্রকাশ না করে তাহলে এ ধরনের বিবাহ সঠিক হবে কি না এবং সেই স্ত্রী প্রথম স্বামীর জন্য বৈধ হবে কি না এটি নিয়ে সালাফের যুগ থেকেই বড় ধরনের মতভেদ চলে আসছে।
ইবনে উমর (রা.) হাসান বাসরী (রহ.) জাবের ইবনে যায়দ (রহ.) প্রমুখ মনীষীদের মতে এবং মালেকী ও হাম্বলী মাযহাব অনুযায়ী এমন বিয়েও বাতিল এবং অগ্রহণযোগ্য। অপরদিকে উরওয়া (রহ.), শাবী (রহ.) লাইছ ইবনে সাদ (রহ.) আত্বা (রহ.) প্রমুখ বরেণ্য আলিমগণের মতে এবং শাফেয়ী ও হানাফী মাযহাব অনুযায়ী এমন বিয়ে সঠিক এবং এর মাধ্যমে সেই নারী প্রথম স্বামীর জন্য বৈধ হয়ে যাবে।
মুসান্নাফে ইবনে আবী শায়বা ৯/৩০৩, মুসান্নাফে আবদুর রাযযাক ৬/২৬৫, মুসান্নাফে আবদুর রাযযাক ১০৭৮২, ১০৭৮৯, আলমুহাল্লা ১০/১৮২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8803/article-details.html