প্রশ্ন
এক ব্যক্তি তার স্ত্রীকে খুলা তালাক দিয়েছে। পরবর্তীতে আবার তাকে বিবাহ করে নিয়েছে। এখন সে তার স্ত্রীকে কয় তালাক দিতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
খুলা করলে তা এক তালাকে বায়েন হিসেবে গণ্য হয়। বিশিষ্ট তাবেয়ি হাসান (রহ.) বলেন-
عَنِ الْحَسَنِ قَالَ : الْخُلْعُ تَطْلِيقَةٌ بَائِنٌ
‘খুলা করা এক তালাকে বায়েন হিসেবে গণ্য হয়।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৯৫৭৩]
যেহেতু তার স্ত্রীকে এক তালাক দিয়ে দিয়েছে সেহেতু এখন আর সে দুই তালাক দিতে পারবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8789/article-details.html