প্রশ্ন
কখনো কখনো দ্রুত খেতে গিয়ে গরম খাবারে ফুঁ দিতে হয়। এতে কি কোন সমস্যা আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে এসেছে-
أن النبي صلى الله عليه وسلم نهى أن ينفخ في الشراب
‘নাবি কারিম (সা.) পানীয়তে ফুঁ দিতে নিষেধ করেছেন।’ [আলমুজামুল কাবীর, তাবারানী, হাদিস: ৫৭২২]
قال مالك في العتبية: ويكره النفخ في الطعام، كما يكره النفخ في الشراب
মালেক (রহ.) বলেন: খাবারের মধ্যে ফুঁ দেওয়া মাকরুহ যেমনিভাবে পানীয়তে ফুঁ দেওয়া মাকরুহ।
তাই ফুঁ দিয়ে খাবার ঠাণ্ডা না করে ভিন্নভাবে ঠাণ্ডা করার ব্যবস্থা করা উচিৎ। আলমুনতাকা ৪/৩২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8779/article-details.html