প্রশ্ন
‘আল্লাহুম্মাগফিরলি ওয়ার হামনি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি।’ -এই দোয়াটির অর্থ কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত দোয়াটি হাদিস শরিফে বর্ণিত হয়েছে। হাদিস শরিফে এসেছে-
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِىَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَعَافِنِى وَاهْدِنِى وَارْزُقْنِى
‘ইবনু আব্বাস (রা.) বলেন: রাসূল (সা.) দুই সেজদার মাঝখানে নিম্নোক্ত দোয়াটি পড়তেন-
اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَعَافِنِى وَاهْدِنِى وَارْزُقْنِى
অর্থ: হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমাকে দয়া করুন। আমাকে সুস্থতা দান করুন। আমাকে হেদায়াত দান করুন এবং আমাকে রিজক দান করুন।’ [সুনানে আবী দাউদ, হাদিস: ৮৫০]
আশা করি আপনি দোয়াটির অর্থ বুঝতে পেরেছেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8775/article-details.html