প্রশ্ন
হাদিসে কি ভণ্ড নবিদের আবির্ভাব সম্পর্কে কোন কথা রয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কেয়ামতের পূর্বে ত্রিশ জন ভণ্ড নবির আবির্ভাব হবে বলে হাদিস শরিফে উল্লেখ করা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
وإنه سيكون في أمتي كذابون ثلاثون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي
‘আমার উম্মতের মধ্যে ত্রিশ জন্য মিথ্যুকের আবির্ভাব হবে। তাদের প্রত্যেকে দাবি করবে যে, সে নবি। অথচ আমি সর্বশেষ নবি। আমার পরে আর কোন নবি নেই।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪২৫২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8763/article-details.html