প্রশ্ন
একটি বইতে পড়েছি, তুলায়হা নামে এক মিথ্যা নবি বের হয়েছিল। আসলেই কি এই লোক নবুওয়াত দাবি করেছিল এবং এই লোক কখন মিথ্যা নবি দাবি করেছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তুলায়হা ইবনে খুওয়াইলিদ নামে এক ব্যক্তি আবু বকর (রা.) এর যামানায় মিথ্যা নবি দাবি করেছিল। তবে তিনি তাওবা করে আবার ইসলামে ফিরে এসেছিলেন। হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন-
وخرج في زمن أبي بكر طليحة بالتصغير بن خويلد وادعى النبوة ثم تاب ورجع إلى الاسلام
‘আবু বকর (রা.) এর যামানায় তুলায়হা ইবনে খুওয়ালিদ নামে এক মিথ্যা নবির আবির্ভাব হয়েছিল। তবে তিনি তাওবা করে ইসলামে ফিরে এসেছেন।’ [ফাতহুল বারি ৯/১৪৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8755/article-details.html