প্রশ্ন
নবুওয়াতের মিথ্যা দাবিদার আসওয়াদ আনসীকে কোন সময় হত্যা করা হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) এর যামানায় দুই ব্যক্তি মিথ্যা নবুওয়াতের দাবি করেছে। এদের একজন হল আসওয়াদ আনসী। হাদিস শরিফে এসেছে, আসওয়াদকে ফায়রোজ (রা.) হত্যা করেছেন।
فَقَالَ عُبَيْدُ اللَّهِ أَحَدُهُمَا الْعَنْسِيُّ الَّذِي قَتَلَهُ فَيْرُوزٌ بِالْيَمَنِ
‘উবাইদুল্লাহ (রহ.) বলেন: ইয়ামানে ফায়রুজ (রা.) আনসীকে হত্যা করেছেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৭০৩৩]
হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন-
فقتل الاسود قبل موت النبي صلى الله عليه وسلم بقليل
‘রাসূল (সা.) এর ওফাতের কিছু দিন পূর্বে আসওয়াদকে হত্যা করা হয়েছে।’ [ফাতহুল বারী ৭/৪৮৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8753/article-details.html