প্রশ্ন
কোনো মুমিন পাপাচারী ব্যক্তি কবরের তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেও কি তার শাস্তি হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পাপাচারী মুমিন ব্যক্তি কবরের তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে। হাদিস থেকে এমনটিই বুঝা যায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
‘বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার সাথীরা এতটুকু মাত্র দূরে যায় যে, সে তখনও তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এ সময় দু’জন ফেরেশতা তার নিকট এসে তাকে বসান এবং তাঁরা বলেন, এ ব্যক্তি অর্থাৎ মুহাম্মাদ (সা.) সম্পর্কে তুমি কী বলতে? তখন মুমিন ব্যক্তি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহর বান্দা এবং তাঁর রাসূল। তখন তাঁকে বলা হবে, জাহান্নামে তোমার অবস্থান স্থলটির দিকে নযর কর, আল্লাহ তোমাকে তার বদলে জান্নাতের একটি অবস্থান স্থল দান করেছেন। তখন সে দু’টি স্থলের দিকেই দৃষ্টি করে দেখবে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৩৭৪]
তবে পাপাচারী মুমিন ব্যক্তি জবাব দিতে পারলেও তার গুনাহ অনুযায়ী সে শাস্তি ভোগ করবে। আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) লিখেন,
কবরের শাস্তি দুই ধরনের। একটি স্থায়ী। যা কাফের ও কতক পাপাচারী ব্যক্তির শাস্তি। অপরটি হল অস্থায়ী। যাদের অপরাধ কম। তারা তাদের অপরাধ অনুসারে শাস্তি ভোগ করবে। তারপর তাদের শাস্তি রহিত হয়ে যাবে।’ [শরহুস সুদুর পৃ. ১১৮]
ফাতহুল বারী ১১/৩৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8703/article-details.html