প্রশ্ন
জানাযার নামাজে কিছু লোককে দেখা যায় জুতা পরে নামাজ পড়তে। প্রশ্ন হল, এভাবে জুতা পড়ে নামাজ পড়লে নামাজ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নামাজ শুদ্ধ হওয়ার জন্য পবিত্রতা শর্ত। এমনকি, জুতা যদি পবিত্র হয় তাহলে জুতা পরিধান করেও নামাজ পড়া যাবে। হাদিস শরিফে এসেছে,
أَخْبَرَنَا أَبُو مَسْلَمَةَ سَعِيدُ بْنُ يَزِيدَ الأَزْدِيُّ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْهِ؟ قَالَ: نَعَمْ
‘আবু মাসলামাহ সাঈদ ইবনে ইয়াযীদ আল-আযদী (রহ.) বলেন, আমি আনাস ইবনে মালিক (রা.)-কে জিজ্ঞেস করেছিলাম, রাসূল (সা.) কি তাঁর চপ্পল পরে নামাজ আদায় করতেন? তিনি বললেন, হাঁ।’ [সহিহ বুখারি, হাদিস: ৩৮৬]
সুতরাং কারো যদি জুতা পবিত্র থাকে তাহলে সে তা পরিধান করেই নামাজ পড়তে পারবে। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।
আল বাহরুর রায়েক ২/৩১৫; ফাতওয়ায়ে হিন্দিয়া ১/৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8651/article-details.html