প্রশ্ন
আমি একজন মুসলিম প্রকৌশলী। মাঝে মাঝে আমার কাছে খৃস্টানরা আসে তাদের গীর্জা তৈরি করে দেওয়ার জন্য। আমি বিভিন্ন কৌশলে তাদেরকে বিদায় করে দেই। আমি জানতে চাচ্ছি, তাদের গীর্জা বানিয়ে দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হারাম কাজে সহযোগিতা করা হারাম। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
‘মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না।’ [সূরা মায়েদা, আয়াত: ২]
তবে গীর্জা নির্মাণে যেহেতু সরাসরি হারাম কাজে সহযোগিতা হচ্ছে না তাই গীর্জা নির্মাণ করে তার পারিশ্রমিক নেওয়া যাবে। তবে এ জাতীয় কাজ গ্রহণ না করার মাঝেই সতর্কতা রয়েছে।
সুতরাং আপনার জন্য যদি সম্ভব হয় তাহলে এ জাতীয় কাজ গ্রহণ করা থেকে বিরত থাকবেন।
রদ্দুল মুহতার ৯/৬৪৫; ফাতওয়ায়ে হিন্দিয়া ৪/৪৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8569/article-details.html