প্রশ্ন
বর্তমানে অনেক পিতা-মাতা তাদের সন্তানকে দ্বীনদার, মুত্তাকী আলেম বানাতে চান না। তারা বানাতে চান ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সন্তানের কারণে আমাদের যেন জাহান্নামে যেতে না হয়- সেক্ষেত্রে আমাদের করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা আমাদের হাতে নিষ্পাপ অবস্থায় তুলে দিয়েছেন। তাদেরকে পাপী বানাই আমরা। দেখুন, মা হল সন্তানের প্রথম শিক্ষক। তাই সন্তানদেরকে উত্তম চরিত্রবান বানানোর জন্য আমাদেরকে ঘরে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। ছোট থেকেই ভালো অভ্যাসগুলো তাদের মাঝে তৈরি করতে হবে। তাহলে সহজেই তারা ভালো বিষয়গুলোকে গ্রহণ করে নিবে। ইবনে মাসউদ (রা.) বলেছেন,
عَوِّدُوهُمُ الْخَيْرَ فَإِنَّ الْخَيْرَ عَادَةٌ
‘সন্তানদেরকে ভালো কাজে অভ্যস্ত কর। কেননা ভালো কাজ করাই মানুষের স্বভাব।’ [আল মুজামুল কাবীর, ৯১৫৫]
হাদিস শরিফে এসেছে রাসূল (সা.) বলেছেন,
مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ
‘তোমাদের সন্তানদের বয়স সাত বছর হলে তাদেরকে সলাতের জন্য নির্দেশ দাও। যখন তাদের বয়স দশ বছর হয়ে যাবে তখন (সলাত আদায় না করলে) এজন্য তাদেরকে মারবে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫]
আল্লাহ তাআলা সন্তানদেরকে অফুরন্ত সম্ভাবনা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু আমরা পিতা-মাতারা সেই সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেই। এ জন্য কিন্তু আমাদের দায়ী থাকতে হবে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে। ইসলামি শিক্ষায় শিক্ষিত করতে হবে। রাসূল (সা.)-এর আদর্শে আদর্শবান করে গড়ে তুলতে হবে। তাহলেই তারা আমার জন্য দুনিয়া ও আখেরাতে সম্পদ হবে। বিপদের কারণ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8531/article-details.html