প্রশ্ন
কেউ যদি পশু জবাইয়ের সময় ইচ্ছাকৃত আল্লাহু আকবার না বলে তাহলে তার জবাই জায়েয হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা জরুরি। আল্লাহ তাআলা বলেন-
وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ
‘যে পশুর উপর বিসমিল্লাহ পড়া হয়নি তোমরা তা খেয়ো না।’ [সূরা আনআম, আয়াত: ১২১]
তাই কেউ যদি ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বলে তাহলে সেই পশুটির জবাই সহিহ হবে না এবং তা খাওয়া যাবে না।
রদ্দুল মুহতার ৬/৩০১; ইলাউস সুনান ১৭/৫৮; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৮৫; ফাতহুল কাদীর ৮/৪০৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8390/article-details.html