প্রশ্ন
শুনেছি, উহুদ যুদ্ধে কোন এক সাহাবির দেহে এত বেশি আঘাতের চিহ্ন ছিল যে, তাকে চেনাই যাচ্ছিল না। সেই সাহাবির নাম কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আনাস বিন নযর (রা.) উহুদ যুদ্ধে এত বিরত্বের সাথে অংশগ্রহণ করেছিলেন যে, যুদ্ধের মধ্যে এত বেশি ক্ষতবিক্ষত হয়েছিলেন যে, তাকে চেনাই যাচ্ছিল না। হাদিস শরিফে এসেছে-
فَمَا عُرِفَ حَتَّى عَرَفَتْهُ أُخْتُهُ بِشَامَةٍ أَوْ بِبَنَانِهِ
‘তাকে কেউই চিনতে পারছিল না। তার বোন আঙ্গুলের নখ বা তিলক দেখে তাঁকে সনাক্ত করেছিলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ২৮০৫]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8381/article-details.html