প্রশ্ন
এক ব্যক্তি রমজানের কাযা রোজা রাখতে গিয়ে জোহরের পর ইচ্ছা করে ভেঙ্গে ফেলেছে। এখন কি এর জন্য তার কোন কাযা-কাফফারা দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাযা রোজা রাখতে গিয়ে ভেঙ্গে ফেললে তার জন্য কাযা-কাফফারা কিছু দিতে হয় না। তবে কাজটি করা তার জন্য ঠিক হয়নি। আল্লাহ তাআলা বলেন-
وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
‘তোমরা তোমাদের আমলকে বাতিল কর না।’ [সূরা মুহাম্মাদ, আয়াত: ৩৩]
এখন তার করণীয় হল, রমজানের রোজার জন্য আরেকটি রোজা কাযা রাখা।
মুলতাকাল আবহুর ১/৩৫৪; আননাহরুল ফায়েক ২/২৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8377/article-details.html