প্রশ্ন
সূরা নাস কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হুদাইবিয়ার সন্ধির পর ইয়াহুদি লাবিদ ও তার কন্যারা রাসূল (সা.)-কে জাদু করে। হাদিস শরিফে এসেছে,
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ سُحِرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
আয়েশা (রা.) বলেন: রাসূল (সা.)কে জাদু করা হয়। সহিহ বুখারি, হাদিস: ৩২৬৮]
এতে তার অনেক কষ্ট হচ্ছিল। সে সময় সূরা নাস ও ফালাক অবতীর্ণ হয়।
তাফসীরে ইবনে কাসীর ৪/৯১৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8373/article-details.html