প্রশ্ন
শুনেছি, নামাজের পূর্বে কুরবানি করলে কুরবানি সহিহ হয় না। এই নামাজ কি ঈদগাহের নামাজ না মসজিদের নামাজও এখানে ধরা হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
مَنْ ذَبَحَ مِنْكُمْ قَبْلَ الصَّلاَةِ فَلْيُعِدْ ذَبِيحَتَهُ
‘তোমাদের মধ্যে যে নামাজের আগে জবাই করে ফেলেছে সে যেন পুনরায় আরেকটি পশু জবাই করে।’ [সুনানে কুবরা, বায়হাকি, হাদিস: ১৯৫৯১]
তবে এই নামাজ ঈদগাহে হতে হবে এমন কোন শর্ত নেই। বরং শহরের যে কোন স্থানে নামাজ অনুষ্ঠিত হলেই ঐ শহরবাসীর কুরবানি করতে আর কোন বাধা থাকে না।
মাবসূত, সারাখসী ১২/১১; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১১; বাদায়েউস সানায়ে ৪/২১১; মাজমাউল আনহুর ৪/১৭০;
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8367/article-details.html