প্রশ্ন
জিবরাঈল (আ.) এর নাম কি কুরআন-হাদিসে আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, কুরআন-হাদিসের বেশ কয়েক স্থানে জিবরাঈল (আ.) এর নাম এসেছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
مَنْ كَانَ عَدُوًّا لِلَّهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَجِبْرِيلَ وَمِيكَالَ …
‘যে ব্যক্তি আল্লাহ, ফেরেশতা ও রাসূলদের এবং জিবরীল ও মিকাঈলের শত্রু…।’ [সূরা বাকারা, আয়াত: ৯৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8361/article-details.html