প্রশ্ন
একটি হাদিসে পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁচিকে পছন্দ করেন। আমি জানতে চাই, আল্লাহ আযযা ওয়া জাল্লাহ হাঁচিকে কেন পছন্দ করেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ وَيَكْرَهُ التَّثَاؤُبَ
‘নিশ্চয় আল্লাহ হাঁচিকে পছন্দ করেন এবং হাইকে অপছন্দ করেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৬২২৩]
এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন: হাঁচি দিলে মাথা দেমাগ সতেজ হয়, ময়লা-আবর্জনা বেরিয়ে যায়, অন্তর প্রফুল্ল হয়। এ ধরনের বিভিন্ন কারণে আল্লাহ তাআলা হাঁচিকে পছন্দ করেন। আর হাই যেহেতু শয়তানের পক্ষ থেকে আসে তাই তাকে অপছন্দ করেন।
উমদাতুল কারী ৩২/৪৪০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8355/article-details.html