প্রশ্ন
আমার এক বন্ধুর একবছর আগে বিয়ে হয়। কাবিননামার ১৮নং ধারায় স্ত্রীকে তালাকের অধিকার দেওয়ার একটি অপশন আছে। আমার বন্ধু সেই কাবিননামা না পড়েই সাইন করে দেয়। তার অজ্ঞাতসারে কাজী সাহেব সেই ১৮নং ধারায় টিক চিহ্ন দিয়ে দেয়। কিছুদিন আগে তার স্ত্রী সেই ক্ষমতাবলে তাকে তালাক দেয়। প্রশ্ন হল, যেহেতু তালাকের অধিকার দেওয়ার কাজটি আমার বন্ধুর অগোচরে হয়েছে তাই সেই তালাক কি পতিত হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তালাক প্রদানের ক্ষমতা পুরুষের। হাদিস শরিফে এসেছে,
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: الطَّلَاقُ بِالرِّجَالِ، وَالْعِدَّةُ بِالنِّسَاءِ
‘যায়েদ ইবনে সাবেত (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, তালাক দেওয়ার ক্ষমতা পুরুষদের আর ইদ্দত গণনা হবে নারীদের মাধ্যমে।’ [সুনানে সুগরা লিল বায়হাকি, হাদিস: ২৭০৫]
তবে স্বামী যদি তার স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করে তাহলে স্ত্রী তার নিজের উপর তালাক প্রদান করতে পারবে। কিন্তু প্রশ্নোক্ত বর্ণনানুযায়ী যেহেতু তালাকের অধিকার দেওয়ার কাজটি আপনার বন্ধুর অগোচরে ঘটেছে তাই কাজী সাহেব সেই অপশনে টিক চিহ্ন দিলেও আপনার বন্ধুর স্ত্রী তালাকের অধিকার প্রাপ্ত হয়নি। কাজেই তার প্রদত্ত তালাক পতিতও হয়নি।
উল্লেখ্য, কোথাও সাইন করার আগে তাতে চোখ বুলিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। পড়ার আগে কোথাও সাইন করে দেওয়া বোকামি ছাড়া আর কিছু নয়।
আল মুহিতুল বুরহানী ৪/৪৮৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8318/article-details.html