প্রশ্ন
জনৈকা মহিলা মৃত্যু বরণ করার সময় স্বামী, চাচাত ভাই, আপন ভাইয়ের মেয়ে এবং আপন বোনের ছেলে রেখে গেছেন। তার সম্পত্তি কীভাবে বণ্টিত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত মহিলার স্বামী অর্ধেক সম্পত্তি লাভ করবে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِنْ لَمْ يَكُنْ لَهُنَّ
তোমাদের স্ত্রীগণ যা রেখে গেছেন তা থেকে তোমরা অর্ধেক পাবে, যদি তাদের সন্তান না থাকে। [সূরা নিসা, আয়াত: ১২]
আর চাচাত ভাই ‘আসাবা’ হিসেবে বাকি অর্ধেক লাভ করবে। এ ছাড়া ভাইয়ের মেয়ে এবং বোনের ছেলে ‘যাবিল আরহাম’ হওয়ায় এ ক্ষেত্রে কোন সম্পত্তি পাবে না।
আসসীরাজী ফিল মীরাস, পৃ. ৮৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8306/article-details.html