প্রশ্ন
অনেকে রাসূল (সা.) এর মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেন: রাসূল (সা.) সর্বপ্রথম কবর থেকে উঠবেন। এটি কি সঠিক? এ কথা কি হাদিসে আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আবু হুরায়রা (রা.)-এর সূত্রে বর্ণিত এক হাদিসে রাসূল (সা.) বলেন-
أنا سيد ولد آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع
‘কেয়ামতের দিন আমি হব সকল আদম-সন্তানের সরদার এবং আমিই প্রথম কবর থেকে উঠব। আল্লাহর নিকট আমিই প্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশই প্রথম কবুল হবে।’ [সহিহ মুসলিম, হাদিস : ২২৭৮]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8292/article-details.html