প্রশ্ন
একটি স্কুলের দেয়ালে লেখা দেখলাম, বিপদে পড়লে কবরবাসীর কাছে প্রার্থনা করতে বলা হয়েছে। এবং এর শেষে লেখা রয়েছে- আলহাদিস। আমার কাছে বিষয়টি সন্দেহপূর্ণ মনে হল। এটি তো হাদিস হওয়ার কথা নয়। আপনাদের কাছে সঠিক বিষয়টি জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এটি একটি জাল ও বানোয়াট হাদিস। আবদুল আজীজ মুহাদ্দিসে দেহলবী ও আবদুল হাই লাখনবী (রহ.) এটাকে জাল বলে আখ্যায়িত করেছেন।
তাছাড়া এই বক্তব্যটিও প্রশ্নবিদ্ধ। এটি একটি শিরকি কথা। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ
‘তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর।’ [সূরা বাকারা, আয়াত: ৪৫]
মাজমুআ ফাতাওয়া আবদুল হাই ১/১৩৮, ফাতাওয়া আযীযী ১৭৯-১৮০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8282/article-details.html