প্রশ্ন
আমার সেভিংস অ্যাকাউন্টে চুরাশি হাজার টাকা আছে। এর উপর এক বছর অতিবাহিত হয়েছে। পাঁচ বছর মেয়াদি একটি অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে বত্রিশটি কিস্তি দিয়েছি। আরেকটি বীমায় পনের হাজার টাকা করে ছয় মাস পর পর চারটি কিস্তি দিয়েছি। আমার যাকাত কিভাবে আদায় করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে সবগুলো টাকা আপনার ঋণ হিসেবে ব্যাংক এবং বীমা কোম্পানীর কাছে রয়েছে।
আর ঋণের যাকাতের ক্ষেত্রে বিশিষ্ট তাবেয়ি ইবরাহীম নাখায়ি (রহ.) বলেন-
عن إبراهيم قال : إذا كان دينك في ثقة فزكه
‘তোমার ঋণ যদি নির্ভরযোগ্য হয় তাহলে তার যাকাত আদায় করবে।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৭১১১]
তাই আপনার উপর যেদিন যাকাত ফরজ হয়েছে সেদিন আপনার সম্পূর্ণ বৈধ সম্পত্তি হিসেব করে তা থেকে আড়াই পার্সেন্ট হিসেব করে যাকাত আদায় করবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8233/article-details.html