প্রশ্ন
বিতরের নামাজে দোয়ায়ে কুনুত রুকুর আগে পড়বে না পরে পড়বে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিতরের তৃতীয় রাকাতে রুকুর আগেও কুনুত পড়া যায়, রুকুর পরেও পড়া যায়। আবার হাত তুলে মুনাজাতের আকারেও পড়া যায়। আবার হাত না তুলেও পড়া যায়। সবগুলো পদ্ধতিই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।
এসকল ক্ষেত্রে একটি মূলনীতি মনে রাখতে হবে, যে সমাজে একটি সুন্নাহ প্রচলিত রয়েছে সেখানে ভিন্ন আরেকটি সুন্নাহ প্রচার করা ঠিক নয়। অর্থাৎ সমাজে প্রতিষ্ঠিত কোনো সুন্নাহকে বাতিল বলে ভিন্ন সুন্নাহ প্রচার করে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোক্রমেই ঠিক হবে না। ইসলাম এ বিষয়টিকে সমর্থন করে না। আমাদের সমাজে বর্তমানে এই অনিয়মগুলো হচ্ছে। সাহাবায়ে কেরামের সর্বসম্মত অনুসৃত পদ্ধতিকেও কেউ কেউ বিদআত বলে দিচ্ছে। এটি উগ্রতা ছাড়া আর কিছুই নয়। তাই আমাদেরকে এই বাড়াবাড়ি ও উগ্রতা থেকে বিরত থাকতে হবে।
এসকল মতভেদপূর্ণ মাসআলায় তাবেয়ি সুফিয়ান সাওরী (রহ.) একটি মূলনীতি ব্যক্ত করেছেন,
إذا رأيت الرجل يعمل العمل الذي قد اختلف فيه، وأنت ترى غيره، فلا تَنْهَهُ
‘যখন তুমি কোনো ব্যক্তিকে এমন কাজ করতে দেখ যে বিষয়ে সাহাবায়ে কেরামের মতভেদ রয়েছে, অথচ তুমি এর বিপরীত মত পোষণ কর, তাহলে তাকে তুমি তা করতে বাধা দিয়ো না।’ [হিলয়াতুল আওলিয়া, ৬/৩৬৭]
আসলে এসকল ক্ষেত্রে শরিয়ত সহজতা অবলম্বন করেছে। যার কারণে সাহাবায়ে কেরামের মাঝেই মতভেদ হয়েছে। কাজেই কেউ ভিন্নমত অবলম্বন করলে তাকে গোমরাহ বা বাতিল বলে দেওয়া উগ্রতা ছাড়া আর কিছুই নয়।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8229/article-details.html