প্রশ্ন
ফিতরা সম্পর্কে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর একটি ওয়াজিব ইবাদত। রমজানের রোজা রাখতে গিয়ে যে ত্রুটি-বিচ্যুতি হয়ে যায়, তা অপনোদনের জন্য ও গরিবদের ঈদকে আনন্দময় করার জন্য মূলত সদকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে। হাদিস শরিফে এসেছে,
فَرَضَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ
‘রাসূল (সা.) সদকাতুল ফিতর ফরজ করেছেন- অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে (রমজানের) সওমকে পবিত্র করতে এবং মিসকীনদের খাদ্যের ব্যবস্থার জন্য।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১৬০৯]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8213/article-details.html