প্রশ্ন
কোন নারী যদি ইশার ফরজ ও সুন্নত পড়ে এই আশায় ঘুমিয়ে যায় যে, ভোর রাতে উঠে বিতর নামাজ পড়বে। এমতাবস্থায় ফজরের আজান শুনে ঘুম ভেঙ্গে দেখে তার মিনস শুরু হয়ে গেছে। তাহলে কি তার বিতর নামাজ কাযা করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে পবিত্র হওয়ার পর ঐ নারীর সে দিনের বিতর নামাজ কাযা করতে হবে।
سئل قتادة عن امرأة نامت عن العشاء الاخرة فاستيقظت وهي حائض ، قال : إذا طهرت فلتقضها
‘কাতাদা (রহ.) কে জিজ্ঞাসা করা হল, কোন নারী ইশার নামাজ রেখে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে নিজেকে হায়েয অবস্থায় দেখতে পেল। সে কী করবে? তিনি বললেন: সে পবিত্র হওয়ার পর সেই নামাজ কাযা করবে।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, আছার : ১২৯০]
উসূলুস সারাখসী ১/৩৩; রদ্দুল মুহতার ১/১৯১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8199/article-details.html