প্রশ্ন
আমাদেরকে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করতে বলা হচ্ছে। তাহলে কি আমরা করোনা আক্রান্ত রোগীরসেবা করব না? সোশ্যাল ডিসটেন্স কি ইসলামের সাথে সাংঘর্ষিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বর্তমানে যে সোশ্যাল ডিসটেন্সের কথা বলা হচ্ছে সেটি ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় নয়। তবে ইসলামের দৃষ্টিতে রোগীর সেবা করার গুরুত্ব অপরিসীম। এমনকি রোগীর সেবা করা আল্লাহ তাআলার সেবা করার সমতুল্য। একটি হাদিসে কুদসীতে এসেছে,
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي . قَالَ يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ . قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلاَنًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ
‘আল্লাহ তাআলা কিয়ামাতের দিনে বলবেন, হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম; কিন্তু তুমি আমার সেবা-শুশ্রূষা করনি। সে বলবে, হে পরওয়ারদিগার! আমি কী করে তোমার সেবা-শুশ্রূষা করব, অথচ তুমি সারা জাহানের প্রতিপালক। আল্লাহ বলবেন, তুমি কি জানতে না যে, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, আর তুমি তার সেবা করনি, তুমি কি জানতে না যে, তুমি তার সেবা-শুশ্রূষা করলে আমাকে তার কাছেই পেতে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৬৪৫০]
কাজেই করোনায় আক্রান্ত রোগীর সেবা করতে হবে। সেক্ষেত্রে করণীয় হল, যতটুকু সম্ভব নিজেকে হেফাজত করে, সাবধানতা অবলম্বন করে রোগীর সেবা করে যেতে হবে। পাশাপাশি আল্লাহর উপর ভরসা করতে হবে। কারণ, হাদিস শরিফে এসেছে,
قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَعْقِلُهَا وَأَتَوَكَّلُ أَوْ أُطْلِقُهَا وَأَتَوَكَّلُ قَالَ اعْقِلْهَا وَتَوَكَّلْ
‘কোন একজন লোক বললো, হে আল্লাহর রাসূল (সা.)! আমি কি সেটা (উট) বেঁধে রেখে আল্লাহ তাআলার উপর ভরসা করবো, না বাধন খুলে রেখে আল্লাহ তাআলার উপর ভরসা করবো? তিনি বললেন, তুমি সেটা বেঁধে রেখে (আল্লাহ তাআলার উপর) ভরসা করবে।. [সুনানে তিরমিযি, হাদিস: ২৫১৭]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8193/article-details.html