প্রশ্ন
আমার একজন সিনিয়র বন্ধু আছেন। তিনি এক আলেমকে বলতে শুনেছেন, লাইলাতুল কদর রমজানের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে। তিনি বলেছেন, সূরা কদরে তিনবার লাইলাতুল কদর শব্দের উল্লেখ আছে। সেটিকে গুণ দিয়ে তিনি সাতাইশ তারিখের রাত বের করেছেন। তার এ মতটি কতটুকু সহিহ?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আসলে আমাদের সমাজে দীর্ঘদিন থেকে প্রচলিত আছে যে, রমজানের ছাব্বিশ তারিখ দিবাগত রাত অর্থাৎ, সাতাশ তারিখ লাইলাতুল কদর। সূরা কদরে তিনবার লাইলাতুল কদর শব্দের উল্লেখ আছে। লাইলাতুল কদর শব্দে নয়টি শব্দ। সে হিসেবে নয় গুণ তিন সাতাশ হয়। সাতাশ তারিখে লাইলাতুল কদর হওয়ার একটি সম্ভবনা আছে, কিন্তু নিশ্চিত নয়। এ সকল ক্ষেত্রে রাসূল (সা.) যা বলেছেন, তাই গ্রহণ করতে হবে। লাইলাতুল কদরের ব্যাপারে রাসূল (সা.) বলেছেন,
تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْرِ فِي الْوِتْرِ مِنْ الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
‘তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান কর।’ [সহিহ বুখারি, হাদিস: ২০১৭]
রাসূল (সা.) সুনির্দিষ্ট কোনো তারিখের কথা বলেননি। শেষ দশকে হওয়ার কারণে সাতাশ তারিখের সম্ভবনাও বিদ্যমান আছে এবং অন্যান্য দিনের চেয়ে সাতাশ তারিখে হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে। তবে শুধু সাতাশ তারিখেই হবে এই ধারণা করা কোনোক্রমেই ঠিক হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8191/article-details.html