প্রশ্ন
রোহিঙ্গা মুসলিমদেরকে নির্যাতন করে যখন তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে মুসলিমরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, সেক্ষেত্রে কোনো ইসলামি সংগঠনকে কোনো রোল প্লে করতে দেখা যায় না। এর কারণ কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আমাদের জ্ঞানের অভাবের কারণে মূলত আমাদের বর্তমান এ অবস্থা। ইসলামের মূল কনসেপ্ট আমরা আয়ত্ত করতে পারিনি। ইসলামের মূল কনসেপ্ট হল, মুসলমানরা সকলেই এক অঙ্গের মত হবে। হাদিস শরিফে এসেছে,
مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى
‘মুমিনদের দৃষ্টান্ত তাদের পারস্পরিক সম্প্রীতি, দয়াদ্রতা ও সহমর্মিতার দিক দিয়ে একটি মানব দেহের মত। যখন তার একটি অঙ্গ অসুস্থ হয় তখন তার সমগ্র দেহ তাপ ও অনিদ্রা ডেকে আনে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৬৩৫০]
আমরা কুরআন হাদিসের আলোকে নিজেদের জীবন, সংস্কৃতি গঠন করছি না। কুরআন হাদিসের প্রকৃত শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। আমরা নিজেদেরকে দেশভিত্তিক সংকীর্ণ এক পরিমণ্ডলে আবদ্ধ করে নিয়েছি। অথচ মুসলিম দেশগুলো সব একই দেশ হওয়ার কথা ছিল। আল্লামা ইকবাল বলেছিলেন,
ہے ترکِ وطن سُنّتِ محبوبؐ الٰہی
دے تُو بھی نبوّت کی صداقت پہ گواہی
‘দেশ ত্যাগ করা প্রিয় নবীর সুন্নত, তুমিও তাঁর নবুওয়াতের সত্যতার উপর স্বাক্ষী দাও।’
সুতরাং একজন মুসলিম আঞ্চলিক চিন্তা নিয়ে বিভোর থাকতে পারে না। বরং সমগ্র বিশ্ব মুসলিমদের হবে এই চিন্তা মনে লালন করতে হবে।
যেখানে মুসলিমদের সারা বিশ্ব শাসনের কথা ছিল, সেখানে আমরা কি করছি? আল্লামা ইকবাল বলেছিলেন,
کی محمّدؐ سے وفا تُو نے تو ہم تیرے ہیں
یہ جہاں چیز ہے کیا، لوح و قلم تیرے ہیں
‘আপনি মুহাম্মাদের প্রতি অনুরক্ত, আমরাও তো আপনার। এ দুনিয়া তো কিছুই নয়, লওহে মাহফুজ ও কলম তো আপনারই।’
বিশ্বায়নের চেতনা আমাদের মাঝে সুপ্ত আছে। আমাদেরকে তার চর্চা করতে হবে। কুরআন হাদিস নিয়ে যেভাবে আমাদের চর্চা করার প্রয়োজন ছিল সেভাবে আমরা করছি না। এর চর্চা না থাকার কারণে আমরা আমাদের নেতৃত্ব হারিয়েছি। আমাদের চিন্তা-চেতনা সংকীর্ণ হয়ে গিয়েছে। এখনও যদি আমরা কুরআন হাদিসের যথাযথ চর্চা করতে পারি তাহলে আমরা আমাদের আগের অবস্থান ফিরে পাব। বিশ্বের নেতৃত্ব আবার আমাদের হাতে চলে আসবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8173/article-details.html