প্রশ্ন
আমি জানতে চাচ্ছি, রাসূল (সা.) ও খোলাফায়ে রাশেদীনদের যুগে বিশ্বায়ন ভাবনা দুনিয়ায় প্রচারিত হলেও বর্তমানে আমরা কেন তা প্রচার করতে পারছি না? আমাদের কোথায় দুর্বলতা রয়েছে- সে বিষয়টি যদি একটু জানাতেন।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামের প্রতিটি কনসেপ্ট বিধর্মীরা নতুন করে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করে। অথচ আমরা মনে করি পৃথিবীতে এটিই প্রথম। এক্ষেত্রেই আমাদের ব্যর্থতা। আমরা আগে থেকে কিছু বলতে পারি না।
বিশ্বে যে গ্লোবালাইজেশনের কথা বলা হচ্ছে তা মূলত একটি মোড়ক। এই মোড়কের আড়ালে বিশ্বের মোড়ল দেশগুলো তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব অন্যান্য দেশের উপর বিস্তার করতে চাচ্ছে। এই গ্লোবালাইজেশনের ধারণা কিন্তু তারা আমাদের ইসলাম থেকে নিয়েছে। এই কারণেই আল্লাহ তাআলা নিজের পরিচয় মুসলমানদের রব বলে দেননি। বরং পুরো বিশ্ববাসীর রব বলেছেন। রাসূল (সা.)-এর পরিচয় দিতে গিয়েও বলা হয়েছে,
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
‘আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি।’ [সূরা আম্বীয়া, আয়াত: ১০৭]
আমাদের যে জীবন বিধান আল কুরআন- এটির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা গ্লোবালাইজেশনের সংজ্ঞা বেছে নিয়েছেন,
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ
‘এটা তো কেবল বিশ্ববাসীদের জন্য উপদেশ।’ [সূরা তাকবীর, আয়াত: ২৭]
বর্তমানে গ্লোবালাইজেশনের নামে মানুষের উপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা চলছে। মানুষের অর্থ কুক্ষিগত করা হচ্ছে। এটি কিন্তু গ্লোবালাইজেশন নয়। বরং গ্লোবালাইজেশন হল সেটিই যা আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন,
إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا
‘আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার।’ [সূরা হুজুরাত: আয়াত: ১৩]
পরিচিত হওয়া মানে সর্ব বিষয়ে একে অপরের সম্পর্কে ধারণা লাভ করা। পরস্পরকে সহযোগিতা করা।
দেখুন, গ্লোবালাইজেশনের সব বিষয় কিন্তু খারাপ নয়। রাজনৈতিক অনেক সংকট মোকাবেলায় গ্লোবালাইজেশন ভূমিকা রাখছে। বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধি কমানোর ক্ষেত্রে গ্লোবালাইজেশনের ভূমিকা রয়েছে। সুতরাং এই গ্লোবালাইজেশনের উপকারিতা তখনই লাভ হবে যখন আমরা ইসলামি গ্লোবালাইজেশন বাস্তবায়ন করতে পারব।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8163/article-details.html