প্রশ্ন
আদর্শ সমাজ বিনির্মাণে ইসলাম ছাড়াও আইন-ভিত্তিক সমাজ ব্যবস্থা কার্যকরী ভূমিকা রাখতে পারে। পশ্চিমা দেশগুলোতে এর উদাহরণ পাওয়া যায়। তাহলে ইসলামের শ্রেষ্ঠত্ব কীভাবে প্রমাণিত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কিছু বিষয় এমন আছে যেগুলো নৈতিকভাবেই অপরাধমূলক কাজ। কিন্তু কিছু রাষ্ট্রে সেগুলো অপরাধ হিসেবে চিহ্নিত হয় না। যেমন, মদপান, বিভিন্ন ধরণের অশ্লীলতা ইত্যাদি। একটি রাষ্ট্রে সাধারণত যে বিষয়গুলো অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়, ইসলামও সে বিষয়গুলোকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়। পাশাপাশি যে সকল অপরাধ নীতি-নৈতিকতাকে ধ্বংস করে দেয় সেগুলোও ইসলামে অপরাধ হিসেবে চিহ্নিত। একারণেই ইসলামি আইনের মাধ্যমে যদি অপরাধমুক্ত সমাজ গঠনের প্রচেষ্টা চালানো হয়, তাহলে সমাজকে সকল ধরনের অপরাধ থেকে মুক্ত করা সম্ভব।
আরেকটি বিষয় হল, কোন কোন অমুসলিম কান্ট্রিতে দেখা যায় অপরাধ প্রবণতা অনেক কম। মূলত এর কারণ হল, তারা জেনে না জেনে অনেক ইসলামি বিধান পালন করে থাকে। কিন্তু আমরা মুসলমানরা ইসলামকে ছেড়ে দিয়েছি। কুরআন হাদিসের বিধানকে ভুলে গিয়েছি। যার কারণে আমাদের মাঝে এত বিপর্যয়। আমরাও যদি কুরআন-হাদিসের বিধানকে আকড়ে ধরে তাহলে আমরাই ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেখাতে পারব।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8119/article-details.html