প্রশ্ন
মারিয়া কিবতিয়া (রা.) কে ছিলেন? রাসূল (সা.)-এর স্ত্রী, নাকি বাদী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মারিয়া কিবতিয়া (রা.) রাসূল (সা.)-এর বাদী ছিলেন। মিশরের শাসনকর্তা জুরাইজ ইবনে মীনা রাসূল (সা.)-এর জন্য হাদিয়া স্বরূপ তাকে পাঠিয়েছিলেন। ইবনে কাসীর (রহ.) লিখেন,
كانت له عليه السلام سُرِّيَّتَانِ، إِحْدَاهُمَا مَارِيَةُ بِنْتُ شَمْعُونَ الْقِبْطِيَّةُ أَهْدَاهَا لَهُ صَاحِبُ إِسْكَنْدَرِيَّةَ وَاسْمُهُ جُرَيْجُ بْنُ مِينَا،…..أَنَّهَا حَمَلَتْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلَّم بِوَلَدٍ ذَكَرٍ وَهُوَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَامُ
‘রাসূল (সা.)-এর দুইজন বাদী ছিল। একজন হলেন মারিয়া বিনতে শামউন কিবতিয়া (রা.)। মিশরের শাসনকর্তা জুরাইজ ইবনে মীনা তাকে রাসূল (সা.)-এর কাছে হাদিয়া হিসেবে পাঠিয়েছিলেন।…. ইবরাহীম নামে রাসূল (সা.)-এর এক পুত্র তিনি গর্ভে ধারণ করেছিলেন।’ [আল বিদায়া ওয়ান নিহায়া ৫/৩০৩]
উমর (রা.)-এর শাসনামলে তিনি ইন্তেকাল করেছিলেন।
যাদুল মাআদ ১/১৪১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8109/article-details.html