প্রশ্ন
আমাদের এলাকায় একজন বক্তাকে দাওয়াত করে আনা হয়েছিল। তিনি তার ওয়াজে বলেছেন যে, আইউব (আ.)-এর পোকা ধরেছিল। পোকা তার শরীরের প্রতিটি অংশে আক্রমণ করেছিল। তবে তার জিহ্বা ছাড়া। কারণ তিনি সর্বদা আল্লাহর জিকির করতেন। আমি জানতে চাচ্ছি, আসলেই কি আইউব (আ.)-এর শরীরে পোকা ধরেছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আইউব (আ.)-কে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছিলেন- এতটুকু কুরআনে ও সহিহ হাদিসসমূহে বর্ণিত আছে। আল্লামা ইবনে হাজার আসকালানী (রহ.) তার কিতাবে লিখেন,
‘আইউব (আ.) সম্পর্কে সবচেয়ে সহিহ সনদ হল, ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, আইউব (আ.)-কে বিপদে নিপতিত করা হয়েছিল। তিনি তের বছর সেই বিপদে নিপতিত ছিলেন।’ [ফাতহুল বারী ৬/৪২১]
তবে কিছু দুর্বল ও ইসরাঈলী রেওয়ায়েতে বর্ণিত আছে যে, তার শরীরে পোকা ধরেছিল। আর ইসরাঈলী রেওয়ায়েতের ব্যাপারে রাসূল (সা.) একটি মূলনীতি বলে গিয়েছেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لَا تُصَدِّقُوْا أَهْلَ الْكِتَابِ وَلَا تُكَذِّبُوْهُمْ
‘তোমরা আহলে কিতাবকে বিশ্বাসও কর না আর অবিশ্বাসও কর না।’ [সহিহ বুখারি, হাদিস: ৪৪৮৫]
কাজেই এ জাতীয় কথা বর্ণনা না করার মাঝেই সতর্কতা রয়েছে।
তাফসীরে কুরতুবী ১৫/১৩৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8018/article-details.html