প্রশ্ন
আমি সহিহ বুখারির বাংলা অনুবাদে একটি হাদিস পেয়েছি। যে হাদিসে রাসূল (সা.) ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে বলেছেন। হাদিস নম্বর হল ৩৪৫৬। প্রশ্ন হল, রাসূল (সা.) কেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে বলেছেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনি যে হাদিসটির কথা বলেছেন তা নিম্নে উল্লেখ করা হল। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوْا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوْهُ قُلْنَا يَا رَسُوْلَ اللهِ الْيَهُوْدَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ
‘তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে, প্রতি বিঘতে বিঘতে এবং প্রতি গজে গজে। এমনকি তারা যদি গো সাপের গর্তেও ঢুকে তবে তোমরাও তাতে ঢুকবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি ইহুদি ও নাসারার কথা বলছেন? রাসূল (সা.) বললেন, তবে আর কার কথা?’ [সহিহ বুখারি, হাদিস: ৩৪৫৬]
এই হাদিসে মূলত ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে বলা হয়নি। বরং কেয়ামতের আগে মুসলমানদের অবস্থা বর্ণনা করে বলা হয়েছে যে, তারা কেয়ামতের আগে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা শুরু করবে। কারণ শরিয়তের দৃষ্টিতে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করাকে হারাম সাব্যস্ত করা হয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
‘যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১]
সুতরাং হাদিসে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে বলা হয়নি। বরং কেয়ামতের আগের অবস্থা তুলে ধরে মুসলমানদেরকে তাদের অনুসরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আল বিদায়া ওয়ান নিহায়া ৩/৭৩; আল মাফাতিহ ৫/৩৩০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8010/article-details.html