প্রশ্ন
মুরগীর ডিম সিদ্ধ করার জন্য পানিতে দিলে সে পানি কি নাপাক হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুরগীর ডিমে যদি কোনো নাপাকি বা মুরগীর বিষ্ঠা লেগে না থাকে তাহলে ঐ ডিম পানিতে পড়লে পানি নাপাক হবে না। তবে সতর্কতা স্বরূপ ফুকাহায়ে কেরাম বলে থাকেন যে, ঐ পানি দিয়ে অজু করা মাকরূহ হবে।
কিন্তু যদি তাতে নাপাকি লেগে থাকে তাহলে সেটি পানিতে পড়ার দ্বারা পানি নাপাক হয়ে যাবে।
রদ্দুল মুহতার ১/৫৬৪; হালবী কাবীর পৃ. ১৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/7952/article-details.html