প্রশ্ন
আমি একটি মেয়েকে ভালোবাসতাম। কিছুদিন আগে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। আমাদের বিয়ের সময় শুধু একজন সাক্ষী উপস্থিত ছিল। আরেকজন সাক্ষীর ব্যবস্থা আমরা করতে পারিনি। আমি জানতে চাচ্ছি, একজন সাক্ষীর মাধ্যমে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিয়ে শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হল, দুইজন সাক্ষী উপস্থিত থাকা। যদি দুইজন সাক্ষী না থাকে তাহলে বিয়ে শুদ্ধ হবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
لا نكاح إلا بولى، وشاهدى عدل، وما كان من نكاح على غير ذلك، فهو باطل
‘ওলী ও দুইজন সাক্ষী ছাড়া বিয়ে শুদ্ধ হবে না। যদি কোনো বিয়েতে এই দুইাটর কোনো একটি না পাওয়া যায় তাহলে সেই বিয়ে অশুদ্ধ।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৪০৭৭]
সুতরাং দুইজন সাক্ষী না থাকার কারণে আপনার বিয়ে শুদ্ধ হয়নি। নতুন করে আবার দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে নবায়ন করে নিতে হবে।
উল্লেখ্য, বিয়ে বহির্ভুত প্রেমের সম্পর্ক ইসলামি শরিয়তে হারাম। কাজেই আপনার জন্য উচিৎ হল, পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা।
ফাতওয়া তাতারখানিয়া ৪/৩৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/7920/article-details.html