প্রশ্ন
রোজা রাখার পরও কেউ যদি আত্মপূজা ত্যাগ করতে না পারে তাহলে শরিয়ত তার এ রোজাকে কিভাবে দেখে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টিতে রোজা আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার পূর্বশর্ত হল যাবতীয় অন্যায়, অহংকার ও খারাপ কাজ থেকে বিরত থাকা। হাদিস শরিফে এসেছে,
مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ للهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ
‘যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।’ [সহিহ বুখারি, হাদিস: ১৯০৩]
অহংকার, আত্মপূজা শরিয়তের দৃষ্টিতে ঘৃণিত। অহংকারী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন,
تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا ۚ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ
‘এই হচ্ছে আখিরাতের নিবাস, যা আমি তাদের জন্য নির্ধারিত করি, যারা যমীনে ঔদ্ধত্য দেখাতে চায় না এবং ফাসাদও চায় না। আর শুভ পরিণাম মুত্তাকীদের জন্য।’ [সূরা কাসাস, আয়াত: ৮৩]
আয়াত থেকে বুঝা যাচ্ছে, অহংকারীরা জান্নাতে যেতে পারবে না। তাই এই মাহে রমজানের বরকত ও ফযিলত লাভের জন্য এবং রোজা পরিপূর্ণভাবে গৃহীত হওয়ার জন্য আমাদেরকে আত্মপূজা, আত্মঅহমিকা ত্যাগ করতে হবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/7886/article-details.html