প্রশ্ন
কেউ যদি কারও ব্যভিচারের দৃশ্য মোবাইলে ধারণ করে তাহলে কি বিচারক তার ভিত্তিতে শরয়ি হদ প্রয়োগ করতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ব্যভিচার প্রমাণিত হওয়ার জন্য চারজন পুরুষ সাক্ষীর প্রয়োজন রয়েছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَاللَّاتِي يَأْتِينَ الْفَاحِشَةَ مِنْ نِسَائِكُمْ فَاسْتَشْهِدُوا عَلَيْهِنَّ أَرْبَعَةً مِنْكُمْ
‘তোমাদের মধ্যে যে সকল নারীরা ব্যভিচার করে তোমরা তাদের বিরুদ্ধে চার জনের সাক্ষী তলব কর।’ [সূরা নিসা, আয়াত: ১৫]
তাই ভিডিওর ভিত্তিতে বিচারক শরয়ি হদ কার্যকর করতে পারবে না। তবে ক্ষেত্র বিশেষ এর ভিত্তিতে হদের চেয়ে কম শাস্তি দিতে পারবে।
ফাতাওয়া হিন্দিয়া ২/১৪৩; বাদায়েউস সানায়ে ৫/৫০৯; আদ্দুররুল মুখতার ৪/৭৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/7849/article-details.html