প্রশ্ন
কোন মহিলার যদি গোসল ফরজ হয় তাহলে কি গোসলের সময় চুলের বেণি খুলতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, ফরজ গোসলের সময় চুলের বেণি খুলতে হবে না। হাদিস শরিফে এসেছে-
عن أم سلمة قالت قلت يا رسول الله إني امرأة أشد ضفر رأسي فأنقضه لغسل الجنابة ؟ قال لا إنما يكفيك أن تحثي على رأسك ثلاث حثيات ثم تفيضين عليك الماء فتطهرين
‘উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি তো চুলের বেণি করি। আমি কি ফরজ গোসলের সময় তা খুলে ফেলব? তিনি বললেন: না, তোমার জন্য এটাই যথেষ্ট যে, মাথার উপর তিন আঁজলা পানি ঢেলে দিবে। অতঃপর পূর্ণ শরীরে তিন বার পানি ঢেলে পবিত্রতা অর্জন করে নিবে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৩৩০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/7839/article-details.html