প্রশ্ন
কাপড় নাপাক হওয়ার সন্দেহ সৃষ্টি হলে যদি এক কাপড়ের এক কোণা ধুয়ে ফেলা হয় তাহলে কি কাপড় পাক হয়ে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাপড় নাপাক হওয়ার ব্যাপারে যদি সুনিশ্চিত ধারনা জন্মে তাহলে সে কাপড় ধুয়ে ফেলতে হবে।
আর যদি সন্দেহের সৃষ্টি হয় তাহলে আপনার জন্য উত্তম হল সে কাপড় পরিবর্তন করে পবিত্র কাপড় পরে নামাজ পড়া যেন আপনি সন্দেহ থেকে বেঁচে থাকতে পারেন।
কিন্তু আপনার কাছে যদি সেই সন্দেহযুক্ত কাপড় ছাড়া অন্য কোনো কাপড় না থাকে তাহলে আপনি সে কাপড় পরেই নামাজ পড়তে পারবেন।
তবে লক্ষ্যণীয় হল, যদি কাপড়ে লেগে যাওয়া নাপাকি সিকি পরিমাণ বা তার চেয়ে কম হয় তাহলে তা নিয়েই নামাজ পড়া যাবে। ইবরাহীম (রহ.) বলেন
إذا كان الدم قدر الدرهم والبول وغيره ، فأعد صلاتك ، وإن كان أقل من قدر الدرهم ، فامض على صلاتك
‘যদি রক্ত, পেশাব ইত্যাদি এক দেরহামের সমপরিমাণ হয় তাহলে নামাজ পুনরায় আদায় করবে। আর যদি এক দেরহামের কম হয় তাহলে নামাজ চালিয়ে যাবে।’ [কিতাবুল আসার ১৪৫]
তবে উত্তম হল একেবারে পবিত্র পরিচ্ছন্ন কাপড়ে নামাজ পড়া।
আল বাহরুর রায়েক ১/৩৯৬, মিনহাকুল খালেক ১/৩৯৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/7829/article-details.html